Solution
Correct Answer: Option C
Ballad শব্দের বাংলা পরিভাষা 'গীতি-কাহিনীকাব্য' বা 'গীতিকা'। এটা একটা গান, গল্প বা গল্প ও কথা- যার কোনো সাহিত্যিক রুপ নেই বা সাহিত্যের ভাণ্ডারে লিখিত হয়ে বিধৃত হয়নি। এটা অলিখিত অবস্থায় লোকের মুখে মুখে চলে এসেছে এবং যার মধ্যে রয়েছে একটি কাহিনী বা গল্প।
বাংলাদেশের সংগৃহীত গীতিকা তিন ধরণের যথাঃ
- নাথ গীতিকা,
- মৈমনসিংহ গীতিকা ও
- পূর্ববঙ্গ গীতিকা।