বার্ষিক ৩% হার সুদে ৫০০ টাকার ৬ বছরে যত সুদ হয়, বার্ষিক ৫% হার সুদে কত টাকার ৪ বছরে তত সুদ হয়?

A ৪০০

B ৪৫০

C ৪২৫

D ৪৭৫

Solution

Correct Answer: Option B

এই ধরণের অংক প্রথমে এক অংশেরে সমাধান করার পর যে উত্তর বের হবে তা পরের অংশে কাজে লাগাতে হবে। এখানে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের সুদ সমান। 

প্রথম অংশের মোট সুদ=(৩*৫০০*৬)/১০০=৯০ টাকা

এই ৯০ টাকা ব্যাবহার করে দ্বিতীয় অংশের মুল্ধন বের করতে হবে।

দ্বিতীয় অংশঃ

৪ বছরে সুদ ৯০ টাকা, ১ বছরের সুদ হবে=৯০/৪ টাকা। 

আবার,

৫ টাকায় আসল হবে ১০০টাকা

১ টাকায় আসল হবে ১০০/৫ টাকা

৯০/৪ টাকা আসল হবে=(১০০*৯০)/(৫*৪)=৪৫০ টাকা

উত্তরঃ ৪৫০

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions