
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ OA = 5 সে.মি.
কেন্দ্র হতে জ্যা এর দূরত্ব OC = 4 সে.মি.
এখন,
OAC সমকোণী ত্রিভুজে,
AC = √(OA
2 - OC
2)
= √(5
2 - 4
2)
= √(25 - 16)
= √9
= 3 সে.মি.
বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখন্ডিত করে।
∴ জ্যা AB = 2 × AC
= 2 × 3 সে.মি.
= 6 সে.মি.