কোন আসল সরল সুদে পাঁচ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত?
Solution
Correct Answer: Option A
ধরি,
আসল = ১০০
∴ সুদাসল = ২০০
সুদ = ২০০ - ১০০ = ১০০
সময়=৫ বছর
হার=?
১০০ টাকার ৫ বছরের সুদ ১০০ টাকা
১০০ টাকার ১ বছরের সুদ ১০০/৫ টাকা
= ২০ টাকা
∴ সুদের হার ২০%