একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ মিটার এবং প্রস্থ ৫ মিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত?
Solution
Correct Answer: Option C
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 12 মিটার, প্রস্থ = 5 মিটার।
কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র:
কর্ণ² = দৈর্ঘ্য² + প্রস্থ²
অর্থাৎ, কর্ণ² = 12² + 5²
⇒ কর্ণ² = 144 + 25
⇒ কর্ণ² = 169
সুতরাং, কর্ণ = √169 = 13 মিটার।