একজন মাছ বিক্রেতা এক হালি ১৬০০ টাকায় কিনে প্রতিটি মাছ ৩৫০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

A ৬.৫% ক্ষতি

B ৪.৫% লাভ

C ১২.৫% ক্ষতি

D ৭.৫% লাড

Solution

Correct Answer: Option C

আমরা জানি,
             ১ হালি = ৪টি
.: ৪টি মাছের ক্রয়মূল্য ১৬০০ টাকা
  ১টি     ,,       ,,   ১৬০০/৪ টাকা
                       = ৪০০ টাকা
আবার, ১টি মাছের বিক্রয়মূল্য = ৩৫০ টাকা
       ক্ষতি = ৪০০ - ৩৫০ = ৫০ টাকা
তাহলে শতকরা ক্ষতি = ৫০/৪০০*১০০%
                         = ১২.৫%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions