উভয়কূল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
A কারো পৌষ মাষ-কারো সর্বনাস
B চাল না চুলো-ঢেকি না কুলো
C সাপও মরে লাঠি ও না ভাঙ্গে
D বোঝার উপর শাকের আঁটি
Solution
Correct Answer: Option C
‘কারো পৌষমাস কারও সর্বনাশ’- কারও সুদিন কারও দুর্দিন।
‘চাল না চুলো, ঢেকী না কুলো’- নিতান্ত গরীব।
‘বোঝার উপর শাকের আটি’- অতিরিক্তের অতিরিক্ত।
সাপও মরে,লাঠিও না ভাঙ্গে অর্থ হলো-"উভয়কুল রক্ষা"
বোঝার উপর শাকের আঁটি অর্থ হলো-- "" অতিরিক্তের অতিরিক্ত""