- টপ্পা এক ধরনের গান। - কবিগানের সামসময়িককালে কলকাতা ও শহরতলিতে রাগ-রাগিনী সংযুক্ত এক ধরনের ওস্তাদি গানের প্রচলন ঘটেছিল, এগুলোই টপ্পা গান হিসেবে পরিচিত। - টপ্পা থেকেই আধুনিক বাংলা গীতিকবিতার সূত্রপাত বলে অনেকের ধারণা। - বাংলা টপ্পা গানের জনক রামনিধি গুপ্ত। তাঁর বিখ্যাত গান: ‘নানান দেশের নানান ভাষা / বিনে স্বদেশী পুরে কি আশা ৷
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions