সমাস ভাষাকে -

A সংক্ষেপ করে

B বিস্তৃত করে

C ভাষারুপ ক্ষুন্ন করে

D অর্থবোধক করে

Solution

Correct Answer: Option A

- বাক্যে শব্দের ব্যবহারকে সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি।
- সমাস অর্থ হল সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ।
- সমাসের কাজ হলো ভাষাকে সংক্ষপে করা, নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করা, শব্দ গঠন প্রভৃতি।
- সমাস শব্দ বা রূপতত্ত্বে আলেচিত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions