আফটা (AFTA) বলতে কি বোঝায়-
A একটি বাণিজ্যিক গোষ্ঠী
B পূর্ব আফ্রিকান একটি সংবাদ সংস্থা
C একটি বিমান সংস্থা
D একটি সামরিক চুক্তি
Solution
Correct Answer: Option A
- আফটা (AFTA-ASEAN Free Trade Area ) হলো আসিয়ানের একটি চুক্তি যা সকল এশীয় দেশের দেশের মধ্যকার বাণিজ্য ও উৎপাদন সহযোগিতার জন্য করা হয়।
- এশীয় দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চালু করাই এর উদ্দেশ্য ছিলো।
- ২৮ জানুয়ারী ১৯৯২ সালে সিঙ্গাপুরে এটি স্বাক্ষর করা হয়।