'রোহিনী' কোন উপন্যাসের নায়িকা?

A কৃষ্ণকান্তের উইল

B চোখের বালি

C গৃহদাহ

D পথের প্যাচালী

Solution

Correct Answer: Option A

কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সামাজিক উপন্যাস। এটি বঙ্কিমচন্দ্রের সর্বশ্রেষ্ঠ উপন্যাস হিসেবে বিবেচিত। রোহিনী, ভ্রমর ও গোবিন্দলালের ত্রিভুজ প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে এই উপন্যাসে।

তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাসের  চরিত্রসমূহ:
- দুর্গেশনন্দিনী - চরিত্র- আয়েশা, তিলোত্তমা, 
- কপালকুণ্ডলা - চরিত্র- কপালকুণ্ডলা, নবকুমার
- বিষবৃক্ষ - চরিত্র- কুন্দনন্দিনী,নগেন্দ্রনাথ
- কৃষ্ণকান্তের উইল - চরিত্র- রোহিনী, ভ্রমর, গোবিন্দলাল

তাঁর রচিত উপন্যাস- 
-দুর্গেশনন্দিনী
-কপালকুণ্ডলা
-মৃণালিনী
-বিষবৃক্ষ
-ইন্দিরা
-যুগলাঙ্গুরীয়
-চন্দ্রশেখর
-রাধারানী
-রজনী কৃষ্ণকান্তের উইল ইত্যাদি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions