মুনাফার হার শতকরা কত টাকা হলে যে কোন আসল ৮ বছরে মুনাফা-আসলে তিনগুণ হবে?
A ১২.৫০ টাকা
B ২০ টাকা
C ২৫ টাকা
D ১৫ টাকা
Solution
Correct Answer: Option C
আসল P = ১০০ টাকা
∴ মুনাফা আসল =(৩ × ১০০) টাকা
= ৩০০ টাকা
∴মুনাফা I =৩০০ - ১০০ = ২০০ টাকা
সময় n = ৮ বছর
সুদের হার r% = ?
আমরা জানি,
I = Pnr
r = I/Pn
r = (২০০ × ১০০)/(১০০ × ৮)
r = ২৫%