হুমায়ুন আজাদের লেখা 'কবি অথবা দণ্ডিত অপুরুষ' কী ধরনের সাহিত্যকর্ম?
Solution
Correct Answer: Option B
- হুমায়ুন আজাদ (১৯৪৭-২০০৪) কবি, ঔপন্যাসিক, গল্পকার, গবেষক, ভাষাবিজ্ঞানী।
- বিক্রমপুরের রাড়িখালে ১৯৪৭ সালের ২৮ এপ্রিল তার জন্ম। পিতা আবদুর রাশেদ স্কুল শিক্ষক, মাতা জোবেদা খাতুন গৃহিণী।
- তাঁর পূর্ব নাম হুমায়ুন কবির।
- ১৯৮৮ সালের ২৮ সেপ্টেম্বর তিনি হুমায়ুন কবির নাম পরিবর্তর করে বর্তমান হুমায়ুন আজাদ নাম গ্রহণ করেন।
- সাহিত্যে অবদানের জন্য ১৯৮৬ সালে তিনি বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন।
- সাহিত্যস্রষ্টা হিসেবে তাঁর প্রতিভা ও মননের এক অসাধারণ দিক উন্মোচিত হয়েছে শিশু-কিশোরদের জন্য লেখা কিছু গ্রন্থে, যেখানে তাঁর ব্যঞ্জনাধর্মী ভাষা সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ।
হুমায়ুন আজাদ রচিত উপন্যাস :
- ফালি ফালি করে কাটা চাঁদ,
- সবকিছু ভেঙ্গে পড়ে,
- রাজনীতিবিদগণ,
- একটি খুনের স্বপ্ন
- কবি অথবা দণ্ডিত অপুরুষ ইত্যাদি।
- হুমায়ুন আজাদ রচিত কিশোর সাহিত্য:
- ফুলের গন্ধে ঘুম আসে না,
- আব্বুকে মনে পড়ে,
- বুক পকেটে জোনাকি পোকা ।