আলাউদ্দিন আল আজাদের 'স্মৃতিস্তম্ভ' কবিতাটি কোন ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে রচিত?
Solution
Correct Answer: Option A
- ভাষা আন্দোলন নিয়ে লেখা ‘স্মৃতিস্তম্ভ’ কবিতাটি আলাউদ্দিন আল আজাদ রচিত মানচিত্র কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
আলাউদ্দিন আল আজাদ রচিত কাব্যগ্রন্থঃ
-মানচিত্র,
-সাজঘর,
-শ্রেষ্ঠ কবিতা,
-চোখ,
-লেলিহান পাণ্ডুলিপি,
-সূর্য জ্বালার স্বপন।