Correct Answer: Option B
মৌসুমি বায়ু ও বাংলাদেশের বর্ষাকাল
মৌসুমি বায়ু হচ্ছে এমন এক ধরনের আঞ্চলিক বায়ুপ্রবাহ, যার দিক ঋতু পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়। মৌসুমি শব্দটি এসেছে আরবি 'মওসুম' বা 'মত্তসুম' শব্দ থেকে, যার অর্থ ঋতু। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের ফলে স্থলভাগ ও জলভাগের তাপমাত্রার তারতম্য ঘটায় এবং এরই ফলে মৌসুমি বায়ুর সৃষ্টি হয়।
গ্রীষ্মকালে সূর্য কর্কটক্রান্তির নিকটে অবস্থান করে বলে উত্তর গোলার্ধে তাপমাত্রা বেড়ে যায় এবং একটি সুবৃহৎ নিম্নচাপ বলয় সৃষ্টি হয়। এ সময় দক্ষিণ গোলার্ধের ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে উৎপন্ন দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে উত্তর গোলার্ধে প্রবেশ করে। এই বায়ু ফেরেলের সূত্র অনুযায়ী বাম দিকে বেঁকে দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় এবং একে বলা হয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এটি এশিয়ার নিম্নচাপ কেন্দ্রের দিকে ধাবিত হয়ে চীন, ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, মিয়ানমারসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে ব্যাপক বৃষ্টিপাত ঘটায়।
বাংলাদেশ একটি ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অধ্যুষিত দেশ। এখানে জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষাকাল বিরাজ করে। এই সময় ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর থেকে উৎপন্ন আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়। এ বায়ুপ্রবাহ বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বহন করে নিয়ে আসে। বাংলাদেশের স্থলভাগে পৌঁছে এই বায়ু পার্বত্য অঞ্চল ও অন্যান্য ভৌগোলিক বাধার কারণে উপরের দিকে উঠে ঠান্ডা হয়, ফলে ব্যাপক বৃষ্টিপাত ঘটে।
অন্যদিকে, শীতকালে সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করে বলে সেখানে নিম্নচাপ এবং উত্তর গোলার্ধে উচ্চচাপ সৃষ্টি হয়। ফলে তখন উত্তর-পূর্ব দিক থেকে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয়, যা সাধারণত শুষ্ক প্রকৃতির।
এইভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের ঋতুভিত্তিক আবহাওয়া ও বৃষ্টিপাতের অন্যতম প্রধান নিয়ামক হিসেবে কাজ করে।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions