জমি থেকে খাজনা আদায় আল্লহর আইনের পরিপন্থি- এটি কার ঘোষনা?

A তিতুমীর

B ফকির মজনু শাহ

C হাজী শরীয়ত উল্লাহ

D দুদু মিয়া

Solution

Correct Answer: Option D

মুহাম্মদ মুহসীনউদ্দীন দুদু মিয়া (১৮১৯- ২৪ সেপ্টেম্বর, ১৮৬২) ফরায়েজি আন্দোলনের অন্যতম নেতা এবং ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনকারী।

- ফরায়েজি আন্দোলনের আন্দোলনের কেন্দ্র ছিলো বৃহত্তর ফরিদপুর অঞ্চল।
- ১৮৪০ সালে শরীয়তউল্লাহর মৃত্যুর পর তার পুত্র মুহাম্মদ মুহসিন উদ্দিন ওরফে দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব দেন।
- ১৮৬২ সালে দুদু মিয়ার মৃত্যুর পর ফরায়েজি আন্দোলনের সমাপ্তি ঘটে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions