রাজিব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী অত্মঘাতী মহিলার নাম কি?
Solution
Correct Answer: Option C
- Interim Report of the Jain Commission of Inquiry into the Assassination of Shri Rajib Gandhi (www.india-today.com/jain/) তথ্য মতে, রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমাবহনকারী আত্মঘাতী তামিল নারীর প্রকৃত নাম তেনমুলি রাজারত্নম (Thenmuli Rajaratnam) ওরফে ধানু।
- তবে রাজীব গান্ধী হত্যা মামলার জন্য গঠিত জৈন কমিশনের তদন্ত রিপোর্টে তার নাম উল্লেখ করা হয় ‘গায়ত্রী’ ।
- এছাড়া রাজীব গান্ধী হত্যার সাথে জড়িত ৬ সদস্যের দলের অন্যতম সদস্য নলিনী, যে বর্তমানে কারান্তরীণ।
- ২১ মে, ১৯৯১ ভারতের তামিলনাডু রাজ্যের রাজধানী চেন্নাই- এর অনতিদূরে শ্রীপেরুমবুদুরে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে এক আত্মঘাতী তামিল গেরিলা হামলায় রাজীব গান্ধী নিহত হন।