রাজিব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী অত্মঘাতী মহিলার নাম কি?

A নলিনী

B নাথু

C ধানু

D আনু

Solution

Correct Answer: Option C

- Interim Report of the Jain Commission of Inquiry into the Assassination of Shri Rajib Gandhi (www.india-today.com/jain/) তথ্য মতে, রাজীব গান্ধীকে হত্যার জন্য বোমাবহনকারী আত্মঘাতী তামিল নারীর প্রকৃত নাম তেনমুলি রাজারত্নম (Thenmuli Rajaratnam) ওরফে ধানু।
- তবে রাজীব গান্ধী হত্যা মামলার জন্য গঠিত জৈন কমিশনের তদন্ত রিপোর্টে তার নাম উল্লেখ করা হয় ‘গায়ত্রী’ ।
- এছাড়া রাজীব গান্ধী হত্যার সাথে জড়িত ৬ সদস্যের দলের অন্যতম সদস্য নলিনী, যে বর্তমানে কারান্তরীণ।
- ২১ মে, ১৯৯১ ভারতের তামিলনাডু রাজ্যের রাজধানী চেন্নাই- এর অনতিদূরে শ্রীপেরুমবুদুরে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে এক আত্মঘাতী তামিল গেরিলা হামলায় রাজীব গান্ধী নিহত হন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions