চন্দ্রে কোনাে বস্তুর ওজন পৃথিবীর ওজনের -

A দশ ভাগের একভাগ

B ছয় ভাগের একভাগ

C তিন ভাগের একভাগ

D চার ভাগের একভাগ

Solution

Correct Answer: Option B

স্থানভেদে কোনো বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। কিন্তু স্থানভেদে কোনো বস্তুর ওজনের তারতম্য হতে পারে।
- ওজন হলো কোনো বস্তুর ওপর মহাকর্ষীয় ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের মান। 
- পৃথিবীতে কোনো বস্তুর ওজন ৯.৮ নিউটন হলে তার ভর হবে ১ কেজি।
- চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর তুলনায় প্রায় ৬ ভাগের ১ ভাগ। তাই চাঁদে ঐ বস্তুর ওজন হবে ১.৬৩ নিউটন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions