People who assume that no one can befall them are foolishly
Solution
Correct Answer: Option B
প্রশ্নে প্রদত্ত বাক্যটির অর্থ ঐ সকল লোক, যারা মনে করে কোনো পাপই তাদের পতন ঘটাতে পারবে না, বোকার মতো।
এখন,
(ক) Ardent – অতিশয় আকুল, অতি উৎসাহী।
(খ) Complacent- আত্মতুষ্ট, পরিতৃপ্ত।
(গ) Confident- আত্মবিশ্বাসী।
(ঘ) Apprehensive- উদ্বিগ্ন, শংকিত, উৎকুণ্ঠিত।
যেহেতু তারা ধরে নিচ্ছে, তাদের পতন ঘটা সম্ভব নয়, কাজেই তারা নিজেদের অর্জনে সন্তুষ্ট বা পরিতৃপ্ত। সুতরাং সঠিক উত্তর (খ)।