Solution
Correct Answer: Option C
বাংলা ভাষা হলো বাঙালি জাতির মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম। এই ভাষায় কথা বলে প্রায় ৩০ কোটি মানুষ, যার মধ্যে বাংলাদেশে প্রায় ১৬ কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গে প্রায় ১০ কোটি মানুষ বাংলা ভাষাভাষী।
বিশ্বের ভাষাগুলিকে বৈজ্ঞানিকভাবে বিভিন্ন ভাষা-পরিবারে ভাগ করা হয়েছে। বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের অন্তর্ভুক্ত, যেমন ইংরেজি, ফরাসি, হিন্দি, উর্দু, ফারসি, ইত্যাদি।
বাংলা ভাষার নিকটতম আত্মীয় ভাষা হিসেবে গণ্য করা হয় অহমিয়া (অসমীয়া) এবং ওড়িয়া ভাষাকে। তবে বাংলা ভাষার গভীরতম শিকড় নিহিত আছে ধ্রুপদি সংস্কৃত এবং পালি ভাষায়।
- সংস্কৃত থেকে বাংলায় বহু শব্দ, বাক্যগঠন এবং ব্যাকরণগত রীতি এসেছে।
- পালি ভাষাও প্রাচীন ভারতে প্রচলিত ছিল এবং বাংলা ভাষার শব্দভান্ডার ও কাঠামো গঠনে প্রভাব রেখেছে।
অতএব, বাংলা ভাষার সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সংস্কৃত ও পালি ভাষার সঙ্গে। অন্য বিকল্পগুলো (যেমন: আরবি, ফারসি, হিন্দি, উর্দু) বাংলা ভাষার ওপর প্রভাব ফেলেছে ঠিকই, তবে তারা ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ এর স্তরে নয়।