পিতা ও মাতার গড় বয়স ৩৫ বছর। তিনজনের গড় ৩০ বছর হলে পুত্রের বয়স -
Solution
Correct Answer: Option C
দেওয়া আছে,
পিতা ও মাতার গড় বয়স ৩৫ বছর
পিতা ও মাতার মোট বয়স = ৩৫ × ২ = ৭০ বছর
পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ৩০ বছর।
তিনজনের মোট বয়স হবে = ৩০ × ৩ = ৯০ বছর
∴ পুত্রের বয়স = ৯০ বছর − ৭০ বছর = ২০ বছর