কোনো সংখ্যার ৩০% এর সাথে ১১২ যোগ করলে পূর্ণ সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি কত?
Solution
Correct Answer: Option C
ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে,
x × 30% + 112 = x
⇒ 0.30x + 112 = x
⇒ 112 = x − 0.30x
⇒ 112 = (1−0.30)x
⇒ 112 = 0.70x
⇒ x = 112/0.70
⇒ x = 160
সুতরাং, সংখ্যাটি হলো ১৬০।