১৬ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কাঁচের গোলক গলিয়ে ২ মিটার ব্যাসার্ধের কতটি গোলক তৈরি করা যাবে?
Solution
Correct Answer: Option B
আমরা জানি, গোলকের আয়তন V = (4/3)πr3 , যেখানে r হলো গোলকের ব্যাসার্ধ।
বড় কাঁচের গোলকের ব্যাসার্ধ (R) = ১৬ মিটার।
বড় গোলকের আয়তন VB = (4/3)π163
ছোট গোলকের ব্যাসার্ধ (r) = ২ মিটার।
ছোট গোলকের আয়তন VS = (4/3)π23
গোলকের সংখ্যা N = VB / VS
= (4/3)π163 / (4/3)π23
= 163 / 23
= 4096/8
= 512