১ থেকে ১৫ জন ছাত্র ছাত্রীর মধ্য থেকে দৈবভাবে ২ জন ছাত্র নির্বাচন করলে ২ জনের রোল নম্বর বিজোড় হওয়ার সম্ভাবনা কত?

A ১/২

B ২/৩

C ৪/১৫

D ১/১৫

Solution

Correct Answer: Option C

মোট বিজোড় নম্বর =৮
অতএব প্রথম ছাত্র বিজোড় হওয়ার সম্ভাবনা =৯/১৫
২য় ছাত্রের বিজোড় হওয়ার সম্ভাবনা =৭/১৪
(একজন আগেই নিয়ে নেওয়ায় মোট থেকে ১ জন কমেছে এবং বিজোড় রোলেরও একজন কমেছে)
অতএব সম্ভাবনা =(৮/১৫) × (৭/১৪) =৪/১৫

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions