BANKING শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বর্ণগুলোকে কতভাবে সাজানো যায়?

A 120

B 420

C 720

D 1250

Solution

Correct Answer: Option C

BANKING শব্দটিতে বর্ণ আছে = 7টি
স্বরবর্ণ আছে 2টি (A,I);ব্যঞ্জনবর্ণ আছে 5টি (B,N,K,N,G) এখানে N আছে 2 টি।
স্বরবর্ণগুলোকে একত্রে ১টি বর্ণ ধরলে বর্ণসংখ্যা =5+1=6টি
৬টি বর্ণকে সাজানোর উপায়=6!/2!=360  [ N আছে 2 টি]
অতএব মোট উপায় =360×2!=720

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions