ΔABC এর ∠A= 36°, ∠B= 72° হলে, ΔABC কী ধরণের ত্রিভুজ?
A সমবাহু ত্রিভুজ
B সমদ্বিবাহু ত্রিভুজ
C বিষমবাহু ত্রিভুজ
D স্থূলকোণী ত্রিভুজ
Solution
Correct Answer: Option B
ΔABC - এ ,
∠A + ∠B + ∠C = 180°
36° + 72° + ∠C = 180°
∠C = 180° - 108°
∠C = 72°
কোনো ত্রিভুজের দুইটি কোণ সমান হলে ত্রিভুজটির দুইটি বাহুও সমান হবে।
∴ ΔABC - ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ