রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে কোন কাব্যগ্রন্থটি রচনা করেন?
Solution
Correct Answer: Option A
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর স্ত্রী মৃণালিনী দেবী-এর মৃত্যু (১৯০২) উপলক্ষে "নৈবেদ্য" কাব্যগ্রন্থটি রচনা করেন। এই কাব্যগ্রন্থে মৃত্যু, শোক ও আধ্যাত্মিক প্রশান্তির গভীর অনুভূতি প্রকাশ পেয়েছে।
অন্যদিকে,
- চিত্রাঙ্গদা (C): এটি রবীন্দ্রনাথের একটি নাট্যকাব্য, যা মহাভারতের চরিত্র চিত্রাঙ্গদাকে নিয়ে রচিত।
- সোনার তরী (D): এটি রবীন্দ্রনাথের অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ।
- অপরাজিতা (B): এটি রবীন্দ্রনাথের কোনো কাব্যগ্রন্থ নয়, বরং এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস।