‘পাস করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়।’- উক্তিটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
Solution
Correct Answer: Option A
- প্রমথ চৌধুরী রচিত প্রবন্ধ ‘বই পড়া।
- তিনি একটি লাইব্রেরির বার্ষিক সভায় অতিথি হিসেবে যে অভিভাষণ প্রদান করেন তা তাঁর ‘প্ৰবন্ধ সংগ্ৰহ’ গ্রন্থে ‘বই পড়া’ নামে সন্নিবেশিত হয়।
এই গল্পের বিখ্যাত দুইটি উক্তিঃ
- ভাষা মানুষের মুখ হতে কলমের মুখে আসে। কলমের মুখ হতে মানুষের মুখে নয়। উল্টোটা চেষ্টা করতে গেলে মুখে শুধু কালি পড়ে।
- আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই।