"সেক শুভোদয়া"-তে কোন সুফি সাধকের অলৌকিক জীবন মাহাত্ন্য বর্ণিত হয়ছে?
A শাহ জামান
B শাহ মুখদুম
C শেখ জালাল উদ্দিন
D শাহ জালাল
Solution
Correct Answer: Option C
"সেক শুভোদয়া"-তে শেখ জালাল উদ্দিন তাবরীজীর (র)-এর অলৌকিক জীবন মাহাত্ন্য বর্ণিত হয়ছে। হলায়ুদ মিশ্র ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজী-এর বাংলায় আগমনকে স্বাগত জানিয়ে সেক শুভোদয়া রচনা করেন। এতে নানা ঘটনার মাধ্যমে অন্য সুফি সাধকদের চরিত্র ও আধ্যাত্মিক শক্তির পরিচয় তুলে ধরা হয়েছে।