Solution
Correct Answer: Option A
১৯০৫ সালে আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি থেকে সর্বকালের সবচেয়ে চমকপ্রদ সূত্র E= mc2 বের হয়ে আসে, যেখান থেকে দেখানো হয় বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব। তবে তিনি আপেক্ষিকতাবদের জন্য নোবেল পুরস্কার পাননি। তিনি আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যার জন্য আইনস্টাইন নোবেল পুরস্কার লাভ করেন।