Solution
Correct Answer: Option C
যেসব এসিডের অণুতে হাইড্রোজেন ও হ্যালোজেন থাকে তাদের হাইড্রাসিড বলে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন—এগুলো হ্যালোজেন। হাইড্রাসিডগুলো হলো—HCl, HBr, HI ইত্যাদি। এই তিন এসিডের মধ্যে কোনটি সবচেয়ে তীব্র তার উত্তর লুকিয়ে আছে এসিডগুলোর ঋণাত্মক আয়নের আকারের মধ্যে। এসব হাইড্রাসিডের ঋণাত্মক আয়ন যথাক্রমে Cl–, Br– এবং I—। পর্যায় সারণির একই গ্রুপে ওপর থেকে নিচে নামলে পরমাণুর আকার বাড়ে। এর মানে আয়নগুলোর মধ্যে আকারের ক্রম হলো I–> Br–> Cl–| অর্থাৎ I— এর আকার সবচেয়ে বড়। হাইড্রাসিডগুলোর মধ্যে যার ঋণাত্মক আয়নের আকার সবচেয়ে বড় তার এসিড ধর্মের তীব্রতা সবচেয়ে বেশি হবে। সেই হিসাবে এসিডের তীব্রতার ক্রম হবে HI> HBr > HCl। অর্থাৎ তিনটির মধ্যে HI সবচেয়ে তীব্র।