মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমানে কোন দেশে?

A ইরাক

B ইরান

C তুরস্ক

D সিরিয়া

Solution

Correct Answer: Option A

- খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী উর্বর অঞ্চলে মেসোপটেমীয় সভ্যতা গড়ে ওঠে।
- এ অঞ্চলে সিরিয়া, ইরাক ও তুরস্ক জুড়ে বিস্তৃত হলেও অধিকাংশই বর্তমান ইরাকের অন্তর্ভুক্ত।
- ইরাককে প্রাচীনকালে মেসোপটেমিয়া নামে অভিহিত করা হতো।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions