১৭৭০ খ্রি. তথা ১১৭৬ বঙ্গাব্দ এর ছিয়াত্তরের মন্বন্তরে বাঙালি জীবনের বিপর্যয় এবং উত্তরবঙ্গের সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত হয় কোনটি?
A গণদেবতা
B গোরা
C পথের দাবী
D আনন্দমঠ
Solution
Correct Answer: Option D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত "আনন্দমঠ" উপন্যাসটি ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় সন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত। এই উপন্যাসে লেখকের দেশপ্রেম ফুটে উঠেছে। এটি ১৮৮২ সালে প্রকাশিত হয়। এই উপন্যাসের জবাবে ইসমাইল হোসেন সিরাজী "বঙ্কিম দুহিতা" উপন্যাসটি লেখেন।