-বাংলা ভাষার ।
-স, সা ছাড়াও বাংলাভাষায় মোট ২১ টি বাংলা উপসর্গ আছে।
-তৎসম উপসর্গ আছে বিশটি।
-আরো বিদেশি ভাষার বেশ কিছু উপসর্গ বাংলা ভাষা প্রচলিত আছে।
-বাংলার চারটি উপসর্গ - আ, সু, বি, নি তৎসম বা সংস্কৃত শব্দেও পাওয়া যায়, তবে এর যে কোনোটি বাংলা শব্দের সাথে যুক্ত হলে সেটি বাংলা উপসর্গ এবং তৎসম শব্দের সাথে যুক্ত হলে সংস্কৃত উপসর্গ হবে।