কাজী ইমদাদুল হকের ‘আব্দুল্লাহ’ উপন্যাস সমাপ্ত করেন কে?
A কাজী দীন মোহাম্মদ
B কাজী আনোয়ারুল কাদির
C মীর মশাররফ হোসেন
D ইসমাইল হোসেন সিরাজী
Solution
Correct Answer: Option B
মুসলিম মধ্যবিত্ত সমাজের নানা দোষত্রুটি কাজী ইমদাদুল হক তার 'আবদুল্লাহ' (১৯৩৩) উপন্যাসে দক্ষতার সাথে তুলে ধরেন। তবে তিনি উপন্যাসটির ৩০ টি পরিচ্ছেদ সমাপ্ত করেছিলেন । বাকি ১১ টি পরিচ্ছেদ তার মৃত্যুর পর শিক্ষাবিদ আনোয়ারুল কাদির তার খসড়া অনুসরণ করে রচনা করেন।