তত্ত্ববোধিনী’ পত্রিকার প্রতিষ্ঠাতা কে?

A অক্ষয়কুমার দত্ত

B দেবেন্দ্রনাথ ঠাকুর

C রবীন্দ্রনাথ ঠাকুর

D ঈশ্বরচন্দ্রগুপ্ত

Solution

Correct Answer: Option B

-১৮৩৯ সালে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে প্রতিষ্ঠিত হয় তও্ববোধিনী সভা। 
-এই সভার মুখপত্র হিসেবে ১৮৪৩ সালে ‘তও্ববোধিনী’ পত্রিকাটি প্রাকাশিত হয়। 
-সংবাদ প্রচারের চেয়ে ব্রাহ্ম সমাজের মাহাত্ম্য প্রচারই ছিল এ পত্রিকার লক্ষ্য। 
-পত্রিকাটির সম্পাদক ছিলেন অক্ষয় কুমার বড়াল । 
-তবে প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions