Solution
Correct Answer: Option B
- যে সমাসে দুই বা বহুপদ মিলে এক পদ এবং প্রত্যেক পদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়,তাকে দ্বন্দ্ব সমাস বলে।
- যেমনঃ মা-বাপ, দা-কুমড়া, হাত-পা, সাত-পাঁচ, হাট-বাজার, কাপড়-চোপড়, যা-তা, দেখা-শোনা, ধীরে-সুস্থে, ভালো-মন্দ, ভাই-বোন ইত্যাদি।