দুমকা গ্রামে কে জন্মগ্রহণ করেন?

A বঙ্কিম

B খ, শরৎ

C মানিক

D মীর মশাররফ

Solution

Correct Answer: Option C

মানিক বন্দ্যোপাধ্যায় ১৯০৮ খ্রিষ্টাব্দের ১৯ মে বিহারের সাঁওতাল পরগনা,বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের দুমকা শহরে জন্ম গ্রহণ করেন। তাঁর রচিত উপন্যাস-
-দিবারাত্রির কাব্য (১৯৩৫)
-জননী (১৯৩৫)
-পুতুলনাচের ইতিকথা (১৯৩৬)
-পদ্মানদীর মাঝি(১৯৩৬)
-জীবনের জটিলতা (১৯৩৬)
-অমৃতস্য পুত্রাঃ (১৯৩৮)
-শহরতলি (প্রথম খণ্ড) (১৯৪০)
-শহরতলি (দ্বিতীয় খণ্ড) (১৯৪১)
-অহিংসা (১৯৪১) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions