নিচের যে গুচ্ছে কোনো অপপ্রয়োগ ঘটেনি-
A অধীন, অজ্ঞানতা
B তনুদেহ, পান্তাভাত
C সমসাময়িককালে, জন্ম বার্ষিক
D ভাষী, সবান্ধব
Solution
Correct Answer: Option D
- 'সমসাময়িক' বললে সেখানে 'কাল' ব্যাবহার করা যাবে না।
- তনু অর্থই দেহ, তাই এটি অশুদ্ধ এবং পান্তা অর্থ হলে পানিতে ভিজানো বাসি ভাত-কেই বুঝায়, তাই এর সাথে ভাত ব্যবহার করতে হবে না।
- ভাষা ব্যবহারকারী অর্থে ভাষীর প্রয়োগ শুদ্ধ এবং বান্ধবদের সঙ্গে বুঝাতে সবান্ধব শুদ্ধ।