মাইকেল মধুসূদন দত্তের সর্বশেষ বিয়োগান্তক নাটক কোনটি?
Solution
Correct Answer: Option C
মায়াকানন-নাটকটি মাইকেল মধুসূদন দত্তের সর্বশেষ বিয়োগান্তক নাটক। নাটকটি তিনি মৃত্যুর পূর্বে শেষ করে যেতে পারেন নি। বেঙ্গল থিয়েটারের কর্ণধার শরৎচন্দ্র ঘোষের অনুরোধে তিনি নাটকটি রচনায় হাত দেন। নাটকটী শেষ করেছিলেন ভুননচন্দ্র মুখোপাধ্যায়। এটি ১৮৭৪ সালে প্রকাশিত হয়। তাঁর রচিত অন্যান্য নাটক- শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী ইত্যাদি।