- প্রথম সংশধনী গৃহিত হয় ১৫ জুলাই ১৯৭৩, রাষ্ট্রপতি অনুমোদন করেন ১৭ জুলাই ১৯৭৩।
- এ সংশোধনীর উদ্দেশ্য ছিল ’৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যারা গণহত্যাজনিত অপ্রাধ,যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে লিপ্ত ছিল তাদের বেচারের জন্য সরকারকে ক্ষমতা প্রদান। এ সংশধনির মাধ্যমে যুদ্ধাপরাধীদের আইনের আশ্রয়, প্রকাশ্য বিচার, সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার অধিকার থেকে বঞ্চিত করা হয়।
- এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৪৭ নং অনুচ্ছেদে সংশোধন আনা হয় যেখানে ৪৭-ক নামে নতুন একটি অনুচ্ছেদ এবং ৪৭ নম্বর অনুচ্ছেদে একটি নতুন দফা যুক্ত করা হয়।