সূর্য থেকে শুক্রের দূরত্ব কত?
A ১০.৮ কোটি কি.মি.
B ২১ কোটি কি.মি.
C ৩৬ কোটি কি.মি.
D ১৮.৫ কোটি কি.মি.
Solution
Correct Answer: Option A
-শুক্র গ্রহ সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে সৌরজগতের দ্বিতীয় গ্রহ। এই পার্থিব গ্রহটিকে অনেক সময় পৃথিবীর "বোন গ্রহ" বলে ।
-সূর্য থেকে শুক্রের দূরত্ব ১০.৮ কোটি কি.মি. ।
-সূর্য হতে বুধের গড় দূরত্ব ৫.৮ কোটি কিলোমিটার ।