অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো-
A অন্ত্যমিল আছে
B অন্ত্যমিল নেই
C চরণের প্রথমে মিল থাকে
D বিশ মাত্রার পর্ব থাকে
Solution
Correct Answer: Option B
কাব্যে যে ছন্দে চরণদ্বয়ের অন্ত্যবর্ণের মিল থাকে না, তাকে অমিত্রাক্ষর ছন্দ বলে। এই ছন্দে রচিত কবিতার প্রতিটি পঙক্তিতে চৌদ্দটি অক্ষর থাকা আবশ্যিক ।