কোন গ্রহে পৃথিবীর একদিনে দুইবার সূর্য উঠে ও অস্ত যায় ?

A বৃহস্পতি

B শুক্র

C শনি

D বুধ

Solution

Correct Answer: Option A

বৃহস্পতি একটি গ্যাসীয় গ্রহ। মূলত হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে এর বায়ুমণ্ডল গঠিত। দূর থেকে বাদামি, হলুদ, নীলচে সাদা বা গাঢ় লাল রংয়ের যেসব রেখা দেখা যায় গ্রহটির গায়ে, তা আসলে মেঘ। মেঘগুলো ৫০ কিলোমিটার পর্যন্ত ঘন হতে পারে। কিছু গবেষকের মতে এদের ভেতর তরল হীরা-বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বিশাল আকারের এক ঝড়। পৃথিবীর চেয়ে তিনগুণ বড় এ ঝড় অনেকটা হারিকেনের মতো। গ্রেট রেড স্পট (Great Red Spot) বলা হয় একে। এর বয়স প্রায় ৩৫০ বছরেরও বেশি!

বৃহস্পতি গ্রহের উপগ্রহ কয়টি? 

৬৭টি। এর মধ্যে ৫৩টির নাম দেয়া হয়েছে। আবিষ্কৃত বাকি ১৪টি উপগ্রহ এখনো নাম বা আনুষ্ঠানিক স্বীকৃতিবিহীন।

সবচেয়ে বড় ৪টি উপগ্রহকে একসাথে গ্যালিলিয়ান স্যাটেলাইট বলা হয়।

 আয়ো (Io): সৌরজগতের সবচেয়ে আগ্নেয়গিরিপ্রবণ জায়গা।

 ইউরোপা (Europa): পৃথিবীর চেয়ে এখানে দ্বিগুণ পানি রয়েছে বলে ধারণা করা হয়। 

গ্যানিমেড (Ganymede): সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ। 

বুধ গ্রহের চেয়েও বড় এটি! ক্যালিস্টো (Callisto): প্রচুর জ্বালামুখ রয়েছে এ উপগ্রহে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions