Solution
Correct Answer: Option A
- পর্বতের মধ্যখানে অবস্থিত উচ্চভূমিকে পর্বত মধ্যবর্তী মালভূমি বলে।
- এই মালভূমির উচ্চতা প্রায় ৩,০০০ থেকে ৪,৫০০ মিটার হয়ে থাকে।
- তিব্বত মালভূমি হলো পৃথিবীর বৃহত্তম এবং সর্বোচ্চ পর্বত মধ্যবর্তী মালভূমি।
- তিব্বত মালভূমির উত্তরে কুনলুন পর্বতমালা, দক্ষিণে হিমালয় পর্বতমালা এবং পূর্ব-পশ্চিমে অন্যান্য পর্বতমালা দ্বারা বেষ্টিত।
- বিশ্বের অন্যান্য অঞ্চলেও পর্বত মধ্যবর্তী মালভূমি রয়েছে, যেমন:
• দক্ষিণ আমেরিকার বলিভিয়ায় অ্যামাজন মালভূমি
• মধ্য আমেরিকার মেক্সিকোয় পিউব্লা-ওহানোস মালভূমি
• এশিয়ার মঙ্গোলিয়ায় গোবি মরুভূমি