কোনটি যোগীন্দ্রনাথ বসু রচিত মহাকাব্য?
A বৃত্রসংহার
B হেলেনা কাব্য
C রৈবতক
D শিবাজী
Solution
Correct Answer: Option D
যোগীন্দ্রনাথ বসু রচিত মহাকাব্য হলো শিবাজী। এটি ১৯২১ সালে প্রকাশিত হয়। তাঁর রচিত অপর মহাকাব্য পৃথ্বীরাজ যা ১৯১৫ সালে প্রকাশিত হয়। তার রচিত গ্রন্থের মধ্যে মাইকেল মধুসূদন দত্তের জীবনী উল্লেখযোগ্য।