Solution
Correct Answer: Option B
ইংরেজি ‘সনেট’ শব্দটি এসেছে ইতালীয় ‘sonetto’ (অর্থ-মৃদুধ্বনি) শব্দ থেকে। বাংলা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত (১৮২৮-১৮৭৩ খ্রি)। সনেটে যেমন চৌদ্দটি লাইন বা পঙ্ক্তি থাকে তেমনি আবার প্রতিটি লাইন বা পঙ্ক্তিতে চৌদ্দটি অক্ষর থাকে। সাধারণভাবে কবিতার চৌদ্দটি লাইন দুটি ভাগে বিভক্ত থাকে। প্রথম ভাগে আট লাইন এবং দ্বিতীয় ভাগে ছয় লাইন। প্রথম ভাগকে ‘অষ্টক’ এবং দ্বিতীয় ভাগকে ‘ষট্ক’ বা ‘ষষ্টক’ নামে অভিহিত করা হয়।