যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্তপদের দ্বারা সমাহার বোঝায়, তাকে বলে-
Solution
Correct Answer: Option D
সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।
যেমনঃ
ত্রিকাল (তিন কালের সমাহার),
চৌরাস্তা (চৌরাস্তার সমাহার),
তেমাথা (তিন মাথার সমাহার),
শতাব্দী (শত অব্দের সমাহার),
পঞ্চবটী (পঞ্চবটের সমাহার),
ত্রিপদী (ত্রি বা তিন পদের সমাহার),
ত্রিফলা (ত্রি বা তিন ফলের সমাহার),
নবরত্ন (নব বা নয় রত্নের সমাহার),
তেপান্তর (তিন বা তে প্রান্তরের সমাহার) ইত্যাদি।