উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য কতগুলি ম্যাক্রোনিউট্রিয়েন্ট প্রয়োজন?
Solution
Correct Answer: Option B
- উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য বিভিন্ন পুষ্টি উপাদান প্রয়োজন, যেগুলিকে অবশ্যিক পুষ্টি উপাদান (essential nutrients) বলা হয়।
- এই পুষ্টি উপাদানগুলোকে সাধারণত দু’ভাগে ভাগ করা হয়:
১) ম্যাক্রোনিউট্রিয়েন্ট (Macronutrients)
২) মাইক্রোনিউট্রিয়েন্ট (Micronutrients)
- ম্যাক্রোনিউট্রিয়েন্ট হল এমন পুষ্টি উপাদান যা উদ্ভিদ তুলনামূলকভাবে বেশি পরিমাণে গ্রহণ করে।
- এদের সংখ্যা হলো ১০টি, এবং এগুলো হলো:
১। নাইট্রোজেন (N)
২। ফসফরাস (P)
৩। পটাশিয়াম (K)
৪। ক্যালসিয়াম (Ca)
৫। ম্যাগনেসিয়াম (Mg)
৬। সালফার (S)
৭। কার্বন (C)
৮। হাইড্রোজেন (H)
৯। অক্সিজেন (O)
১০। ক্লোরিন (Cl) (কখনো কখনো ক্লোরিনকে মাইক্রোনিউট্রিয়েন্ট ধরা হয়, তবে অনেক আধুনিক বইয়ে একে ম্যাক্রো হিসাবে ধরা হয়)
তবে মূল ছয়টি — N, P, K, Ca, Mg, S — কে অনেক সময় "primary এবং secondary macronutrients" হিসেবেও চিহ্নিত করা হয়।
তাই পরীক্ষায় নির্দিষ্টভাবে "ম্যাক্রোনিউট্রিয়েন্টের সংখ্যা" জানতে চাইলে সঠিক উত্তর ১০টি।