কোন বিজ্ঞানী প্রথম কোষ বিভাজনের প্রক্রিয়া প্রত্যক্ষ করেন এবং সেটা কোন সালে ঘটে?
A রবার্ট ব্রাউন, ১৮৩১ সালে
B ওয়াল্টার ফ্লেমিং, ১৮৮২ সালে
C গ্রেগর মেন্ডেল, ১৮৫৬ সালে
D ম্যাটিয়াস শ্লাইডেন, ১৮৩৮ সালে
Solution
Correct Answer: Option B
- প্রথম বিজ্ঞানী যিনি কোষ বিভাজনের প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ ও বিস্তারিতভাবে বর্ণনা করেন তিনি ছিলেন জার্মান জীববিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং।
- ১৮৮২ সালে তিনি সামুদ্রিক সালামান্ডারের কোষে মাইটোসিসের ধাপগুলো প্রথমবারের মতো লক্ষ্য করেন এবং কোষের বিভাজনের সময় ক্রোমোজোমের আচরণকে বিশ্লেষণ করেন।
- তিনি কোষ বিভাজনের এই প্রক্রিয়ার নাম দেন "মাইটোসিস" এবং কোষজিনবিদ্যার (cytogenetics) প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃত হন।
- তাই, কোষ বিভাজনের প্রথম প্রত্যক্ষদর্শী ও বর্ণনাকারী হিসেবে ওয়াল্টার ফ্লেমিং এবং বছর ১৮৮২ সঠিক উত্তর।